Game & Goal Family Tournament MATCHDAY RULES AND REGULATIONS

Game & Goal Family Tournament MATCHDAY RULES AND REGULATIONS

অনুচ্ছেদ -1 ম্যাচ ল্যাগ, স্লো, ডিসকানেকটেড সংক্রান্তঃ

ক. ম্ল্যাগ/স্লো হলে স্ক্রিন রেকর্ডার চালু করে স্পষ্ট প্রমাণ রেখে অতঃপর গেম পজ করে ম্যাচ ডিসকানেক্ট করতে হবে। তবে ল্যাগ/স্লো প্রমাণ ব্যতীত অন্য 'যেকোনো ইস্যুতে' ডিসকানেকটেড করায় রেফারি চাইলে প্লেয়ারকে ইয়োলো কার্ড দিতে পারবে।
খ. ম্যাচের বাকি মিনিটের জন্য মোট ১০০ মিনিট থেকে সম্পন্ন মিনিট বিয়োগ করে বাকি সময়টুকু রিম্যাচের প্রথম থেকে খেলতে হবে। অবশ্যই ম্যাচটাইম নির্ধারণ করে নিতে হবে এবং প্রয়োজনে গেইমের স্কোয়াড/ম্যানেজার/ফরমেশন পরিবর্তন করা যাবে।
গ. ডিসকানেকটেড ম্যাচে যার Win শো করবে রিম্যাচে তার ইচ্ছায় রুম ক্রিয়েট করতে পারবে।
ঘ. স্কোরবোর্ডে যুক্ত অথবা বল গোলবারের মধ্যে স্ক্রিনশট বা স্ক্রিনরেকর্ড দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত সকল গোল কাউন্ট হবে। অনেক সময় একপক্ষ ডিসকানেকটেড হবার পরেও কিছুসময় গেইম রানিং থাকে। সেক্ষেত্রে গোল দেয়ার প্রুভ দিতে পারলে গোল কাউন্ট হবে।
ঙ. এছাড়া সকল ল্যাগের গোল কাউন্ট হবে। কিন্তু রিম্যাচের নির্ধারিত সময়ের ১সেকেন্ড পরবর্তী গোল কাউন্ট হবে না।
চ. ১টু১ অবস্থা / শট নেয়ার অবস্থা / ফ্রি স্পেস অবস্থায় অপ্পনেন্ট ডিসকানেকটেড হলে কমিটি থেকে গোল বিষয়ক সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে 'গোলকিপার সেইভ দিতে পারতো', 'বল বাইরে যেতো পারতো', 'বারে লাগতো পারতো' এসব বিষয় বিবেচনা করা হবে না। যে ডিসকানেকটেড হবে তাকে দায়ভার গ্রহণ করতে হবে। তবে আনফিনিশড/এই জাতীয় অন্য কিছু আসলে তার দায়ভার নিতে হবে না।

অনুচ্ছেদ 2 । অসম্পন্ন ম্যাচের ভিডিও রুলস সংক্রান্তঃ

ক) যাদেরকে স্ক্রিনরেকর্ড দিতে হবেঃ
ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট ডিসকানেকটেড শো করলে ভিডিও/স্ক্রিনশট দিতে হবে।
নোট: ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় — গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট উইন শো করলে / ম্যাচ রেজাল্ট আনফিনিশড / “ডিসকানেকটেড ব্যতীত” অন্য কিছু শো করলে ভিডিও দেয়ার প্রয়োজন নেই। এছাড়া, গোল ব্যবধানে সমতা/পিছিয়ে থেকে ডিসকানেকটেড হলে শুধুমাত্র ল্যাগ/স্লো প্রমাণের জন্য ভিডিও দিতে হবে।

অনুচ্ছেদ 3 । প্লেয়ার অ্যাকটিভিটি ও অটো উইনঃ

ক. ম্যাচ শেষ করার ডেডলাইন রাত ১২:০০ । 
খ. প্রায়োরিটি সময় হিসেবে অটো রেজাল্ট: একপক্ষ পুরোপুরি অনুপস্থিত থাকলে অটো লস। ১১.০০ বা তার পরবর্তীতে সময় নির্ধারণ করে ডেডলাইন পর্যন্ত অনুপস্থিত থাকলে অটো লস। সর্বোচ্চ এক্টিভিটি রেখে ডেডলাইন পর্যন্ত এক্টিভ থাকলে অটো উইন।
গ. প্রয়োরিটি টাইম এ দুই পক্ষের অ্যাকটিভিটি সমান হলে ম্যাচ রেফারি সেই ম্যাচ ড্র দিতে পারবে।
ঘ. কিন্তু দুইপক্ষের 'প্রায় সমান' এক্টিভিটি থাকে এবং শেষম্যাচ যেকোনো পক্ষের জন্য মাস্ট উইন/ড্র অর্থাৎ গুরুত্বপূর্ন ম্যাচ হয় তাহলে লাষ্ট সময় বৃদ্ধি করা যেতে পারে।
 ঙ. ম্যাচ গ্রুপে অন্যান্য বিষয়ে/সমস্যা বিষয়ে মেসেজিং করা এক্টিভিটি নির্দেশ করে না। এক্টিভিটি মানে আপনি উক্ত সময়ে ম্যাচ খেলতে উপস্থিত ও সক্ষম এবং অপ্পনেটকে কতবার মেনশন দিছেন। মেনশন প্রতি সেকেন্ডে দেওয়া যাবে না।

অনুচ্ছেদ 4 । যেসব কারণে ইয়োলো ও রেড কার্ড:

ক. ল্যাগ/স্লো প্রমাণ ব্যতীত ম্যাচ ডিসকানেকটেড হলে ইয়োলো কার্ড দেয়া যাবে ।
খ. আচরণবিধি লঙ্ঘন, সময়ানুবর্তিতার অভাব, নিয়মাবলী সম্পর্কে অসচেতনতা কিংবা অসাধুতার আশ্রয় গ্রহণ করলে হলুদ বা লাল কার্ড দেয়া হবে।
গ. গালাগালি করা, যে কোনো কারণে খারাপ শব্দ ব্যবহার করা, অপ্পনেন্টকে ব্যক্তিগত আক্রমণ করা, অযথা হাহা রিয়াক্ট দেয়া কিংবা ডাইরেক্টলি/ইনডাইরেক্টলি ঝামেলা সৃষ্টি করা আচরণবিধি লঙ্ঘন বলে গন্য হবে।
ঘ. অফিশিয়ালের নির্দেশনা/আদেশ অমান্য করা/অসম্মান করা, অফিশিয়ালের সিদ্ধান্তে হাহা রিয়্যাক্ট দেয়া, কমিটিকে অসম্মান করা আচরণবিধি লঙ্ঘন বলে গন্য হবে।

অনুচ্ছেদ 5 । আচরণ ও কার্ড সংক্রান্তঃ

ক. মূলত ম্যাচডে গ্রুপের পরিস্থিতি অনুযায়ী / অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র সতর্কতা দেয়া, কার্ড দেয়া, কার্ড না দেয়া কিংবা কার্ডের ধরন নির্ধারিত হবে। পরিস্থিতি অনুযায়ী ইয়োলো কার্ডের পরিবর্তে রেড কার্ড দেয়া হবে কিংবা শাস্তি মওকুফ করা হতে পারে।
খ. কার্ড প্রদান করার ক্ষেত্রে কোনো প্রকার পূর্ব সতর্কতা জানানো হবে না।
গ. অপ্পনেন্টের সাথে সখ্যতা বিনিময়ের কথোপকথনের ভাষাকে অনেকক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে বিবেচনা করা হবে।

অনুচ্ছেদ 6 । ইয়োলো ও রেড কার্ডের শাস্তিঃ

ক. একই ম্যাচডেতে দুইবার ইয়োলো কার্ড পেলে রেড কার্ড।
ম্যাচ সম্পূর্ন হবার আগে রেড কার্ড পেলে অটো লস। ম্যাচ সম্পন্ন হবার পর রেড কার্ড পেলে উক্ত ম্যাচের রেজাল্ট পরিবর্তন হতে পারে।
খ. রেড কার্ডের জন্য ৭দিন ম্যাচ খেলার সুযোগ বন্ধ থাকবে & পরবর্তী ৭দিনের মধ্যে যদি ম্যাচ থাকে সব গুলো কে অটো লস দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় কমিটি থেকে যেকোনো নিয়মাবলি সংশোধন / বিয়োজন অথবা নতুন নিয়মাবলি সংযোজন করা হতে পারে। সেক্ষেত্রে কমিটির সকল সিদ্ধান্ত মেনে নিতে সকল অংশগ্রহণকারী বাধ্য থাকিবে।